নিউইয়র্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি। সিরিয়ার নীরিহ জনগণের ওপর বাশার আল-আসাদের দমন পীড়ন নীতির প্রতিবাদে এ নিন্দা জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিকোলাস সারকোজি এবং এ্যাঞ্জেলা মারকেলের সঙ্গে দামেস্ক প্রশ্নে আলোচনা করেছেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
এদিকে সিরিয়ার বিক্ষোভকারীরা বলছে, শুক্রবার সিরিয়ার সরকারী বহিনী ১৩ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে।
অপরদিকে নেতৃবৃন্দ আগস্টের ৩ তারিখে দেয়া জাতিসংঘের নিন্দা প্রকাশকেও সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে সিরিয়ার নীরিহ জনগণের পাশে দাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তারা।
শুক্রবার সিরিয়ার কয়েক হাজার নাগরিক প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে বিক্ষোভ করার একদিন পরেই এ বিবৃতি দিলো ওই তিন দেশের নেতৃবৃন্দ।
সিরিয়ার হামা শহরে এখনও সেনাবহিনী অব্যাহত অভিযানের অংশ হিসেবে ট্যাংক দিয়ে ভারি গোলা বর্ষণ করছে। শুক্রবারে ট্যাংকের গোলার আঘাতে অন্তত সাত জন মারা গেছে বলেও জানায় বিক্ষোভকারীরা।
ইন্টারনেটে পোস্ট করা এক ভিডিও বার্তায় দেখা যায়, সিরিয়ার রাজধানীর রাস্তায় বিক্ষোভরত মানুষ ‘হামা, মৃত্যু পর্যন্ত আমরা তোমার সঙ্গে আছি’ এবং ‘বাশার বিদায় নাও’ বলে সেøাগান দিচ্ছিল।
কিন্তু সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে দাবি করা হচ্ছে যে, সিরিয়া সরকারি বাহিনীর নিয়ন্ত্রনে এবং সিরিয়াতে কোনো সংঘর্ষ হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১