ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
কাবুলে বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৪

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১০ আফগান পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (১০ অক্টোবর) কাবুলের দক্ষিণাঞ্চলের হেলম্যান্ড প্রদেশের লস্কর গা শহরে এই ঘটনা ঘটে বলে মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমধ্যমগুলো জানায়।

দেশটির জঙ্গি গোষ্ঠী তালেবান পুলিশের চেকপোস্ট লক্ষ্য এ হামলা চালিয়েছে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা হাজি মারজান।

তিনি বলেন, ওই হামলায় তার ভাইসহ কমপক্ষে ১০ পুলিশ কর্মকর্তা এবং চার বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে বোমা বিস্ফোরণে পর সেখানে কতজন মানুষ আহত হয়েছেন তা সুনির্দিষ্ট বলতে পারেননি মারজান।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
টিআই

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।