ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে হেলিকপ্টার ভূপাতিত: ৩১ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
আফগানিস্তানে হেলিকপ্টার ভূপাতিত: ৩১ মার্কিন সেনা নিহত

কাবুল: আফগানিন্তানে একটি চিনুক হেলিকপ্টার ভূপাতিত করেছে জঙ্গিগোষ্ঠী তালেবানের সদস্যরা। এতে ৩১ জন মার্কিন সেনা ও সাত জন আফগান সেনা নিহত হয়েছে।

শনিবার এ হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

এ যাবৎকালে আফগানিস্তানে একসঙ্গে এতো মার্কিন সেনার মৃত্যুর ঘটনা প্রথম।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তিনি শোকবার্তা পাঠিয়েছেন বলেও শনিবারের বিবৃতিতে জানান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি আরও বলেন, মৃত মর্কিন সেনা বিশেষ বাহিনীর সদস্য ছিল। এদের বেশিরভাগ ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নিয়েছিল।

সেনাবাহিনীর একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘হেলিকপ্টারটিকে জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড দিয়ে ধ্বংস করেছে। ওয়ারদাক প্রদেশের টাঙ্গি ভ্যালিতে এ ঘটনা ঘটেছে বলেও তিনি জানান। ’

মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন জাস্টিন ব্রোকহফ বলেন, ‘আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার ভূপাতিত করার ব্যাপারে আমরা জানতে পেরেছি। ’
 
ওয়ারদাক প্রদেশের পুলিশ বাহিনীর প্রধান জেনারেল আব্দুল কাইয়ুম  বাকিজোয় বলেন, ‘শনিবার ন্যাটো এবং আফগান বাহিনী সম্মিলিতভাবে ওই তালেবান নিধনে অঞ্চলে অভিযান চালাচ্ছিল। যখন তালেবানদের গ্রাম জ-ই-মেখ জারেনে অভিযান চালাচ্ছিল তখনই ওই হামলার ঘটনা ঘটে। ’

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।