ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের ফ্রান্স সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
পুতিনের ফ্রান্স সফর স্থগিত

ঢাকা: সিরিয়া ইস্যুতে বিরোধের জের ধরে ফ্রান্স সফর  স্থগিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলেপ্পোতে বোমা হামলার কারণে রাশিয়াকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে দাঁড়াতে হবে সোমবার  (১১ অক্টোবর) ফরাসি এক টিভিতে এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

এর জের ধরেই ফ্রান্স সফর স্থগিত করেন পুতিন। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি আসে।

এরআগে আলেপ্পোতে বিমান হামলা নিয়ে মুখোমুখি অবস্থান নেয় রাশিয়া ও ফ্রান্স।

সফরকালে প্যারিসে একটি অর্থোডক্স গির্জা উদ্বোধন ও ও রাষ্ট্রীয় বৈঠকে অংশ নিতে ১৯ অক্টোবর প্যারিস যাওয়ার কথা ছিল পুতিনের।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট অফিস সূত্র পুতিনের সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

এরআগে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অভিযোগ করেন, আলেপ্পোতে সিরিয়া ও রাশিয়া  যুদ্ধাপরাধ করছে।

তবে রাশিয়ার দাবি আলেপ্পোতে বেসামরিক লোকজনের ওপর বোমা হামলা হচ্ছে না। তাদের টার্গেট সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।