ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এক সপ্তাহে কার্লোস স্লিমের ক্ষতি ৬৭০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
এক সপ্তাহে কার্লোস স্লিমের ক্ষতি ৬৭০ কোটি ডলার

মেক্সিকো: গত কয়েক দিন বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতনে বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হয়েছে বিনিয়োগকারীদের। এর মধ্যে বিশ্বের সেরা ধনী কার্লোস স্লিম (৭১) গত এক সপ্তাহে হারিয়েছেন ৬৭০ কোটি মার্কিন ডলার।



গত ২৯ জুলাই থেকে মেক্সিকান এই বিলিয়নেয়ারের শেয়ার বাজারে বিনিয়োগ কমেছে ৯ দশমিক ৫ শতাংশ। ডলারে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৬৪০ কোটি ডলার। ব্লুমবার্গের (ব্যবসা-বাণিজ্য বিষয়ক পত্রিকা) সংগৃহীত উপাত্ত থেকে এ তথ্য পাওয়া গেছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর এর সূচকে কমেছে ৭ দশমিক ২ শতাংশ।

মেক্সিকোর শেয়ারবাজারে আইপিসি সূচক ৬.৪ শতাংশ কমে যাওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছেন সিøম। সেই সঙ্গে ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর দাম পড়ে গেছে ২.৩ শতাংশ। তার ওপর আইপিসি থেকে সিøমের তিনটি কোম্পানি প্রত্যাহার করার পর এই বিলিয়নেয়ারকে আরও বেশি পরিমাণ ক্ষতি মানতে হচ্ছে।

আমেরিকায় তারবিহীন যোগাযোগের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমেরিকা মোভিল সাব যা সিøমের মালিকানাধীন সববৃহৎ সম্পত্তি- এর শেয়ার চলতি সপ্তাহে কমেছে ৬ শতাংশ। টেলিফোনোস ডি মেক্সিকো সাবই সিøমের এক মাত্র প্রতিষ্ঠান যা মেক্সিকোতে লাভের মুখ দেখেছে। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১১ শতাংশ।

তবে শনিবার স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের সূচকে সিøমের সম্পদের শেয়ারের দাম কমেছে আরও প্রায় ০.১ শতাংশ। তবে আইপিসি সূচক বেড়েছে ১.১ শতাংশ এবং আমেরিকা মোভিলের শেয়াররের দাম বেড়েছে ১.১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।