ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিরোশিমা দিবসে পরমাণু অস্ত্রমুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
হিরোশিমা দিবসে পরমাণু অস্ত্রমুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার

হিরোশিমা: হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৬৬তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান শনিবার পরমাণু মুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করেছেন।

ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পরমাণু শক্তি কেন্দ্রে সৃষ্ট সাম্প্রতিক পরমাণু সংকটের কথা উল্লেখ করে স্মরণ অনুষ্ঠানে নাওতো কান বলেন, জাপানকে অবশ্যই বিকল্প শক্তির উৎস খুঁজতে হবে।



হিরোশিমা শান্তি পার্কে আয়োজিত ওই স্মরণ অনুষ্ঠানে কালো স্যুট-টাই পরিহিত কান বলেন, বড় আকারের দীর্ঘ মেয়াদী পরমাণু দুর্ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ায় শুধু জাপানেই নয় সারা বিশ্বেই গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি জাপানের পরমাণু শক্তির ওপর নির্ভরশীলতা কমাবো। আমার লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়া যেটি পরমাণু শক্তির ওপর নির্ভর করবে না। ’

হিরোশিমার এক কর্মকর্তা জানান, স্মরণ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার লোক অংশ নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ৬০টি  দেশের প্রতিনিধিরা এতে অনুষ্ঠানে অংশ নেয়।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামে একটি পরমাণু বোমা ফেলে যুক্তরাষ্ট্র। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে পুড়ে, পরবর্তীতে তেজস্ক্রিয় বিকিরণে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ।

ঠিক এর তিনদিন পর ৯ আগস্ট আরেকটি শহর নাগাসাকিতে ফ্যাট ম্যান নামে আরেকটি পরমাণু বোমা ফেলা হয়। এতে ৭০ হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি হিসেবে জার্মানির মিত্র ছিল জাপান। যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার পর জাপান আত্মসমর্পণ করে।

আগামী মঙ্গলবার নাগাসাকির স্মরণ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে নাওতো কানের।

গত ১১ মার্চ জাপানে আঘাত হানা প্রলয়ংকারী ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সৃষ্ট সুনামিতে ফুকুশিমা দাইচি পরমাণু শক্তি কেন্দ্রের চুল্লি ফেটে মাটি, পানি ও বাতাসে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে। ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচতে ওই এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বিকিরণ ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জনগণ ক্ষুব্ধ হয়েছে।
 
ফুকুশিমার দুর্ঘটনার পর হিরোশিমার মেয়র কাজুমি মাৎসুই সরকারকে জ্বালানি নীতি পর্যালোচনার করতে অনুরোধ করেন।

চেরনোবিল পরমাণু দুর্ঘটনার ২৫ বছর পর জাপানের ফুকুশিমা দাইচি কেন্দ্রেই সবচেয়ে বড় এবং ভয়াবহ আকারের দুর্ঘটনা ঘটে।

প্রতিবছর ৬ আগস্ট বিশ্বের প্রথম পরমাণু বোমা বিস্ফোরণের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে পরমাণু অস্ত্র বিস্তার রোধের দাবিতে প্রতি বছর হিরোশিমা দিবস পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।