ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র যে সত্যিই সত্যিই চরম অর্থনৈতিক সংকটে পড়েছে তার বড় প্রমাণ এই তথ্যটি; শতকরা ১৫ জন অর্থাৎ প্রতি ৭ জনে একজন আমেরিকান শুধুমাত্র বেঁচে থাকার জন্য সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভর করে।
সর্বশেষ সরকারি জরিপে এই তথ্য জানা গেছে।
৩১ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪ কোটি ৬০ লাখ আমেরিকান সরকারি খাদ্য সহায়তা কার্ডের ওপর নির্ভর করে বেঁচে থাকে।
মার্কিন কৃষিবিভাগ যা আনুষ্ঠানিকভাবে সমন্বিত পুষ্টি সহায়তা কর্মসূচি পরিচালনা করে থাকে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে চলমান উচ্চ বেকারত্ব এবং দুর্বল অর্থনীতির কারণে খাদ্য সহায়তা কর্মসূচির আওতা ব্যাপকভাবে বাড়াতে হয়েছে বলে সিএনএন জানিয়েছে।
তারা আরও জানিয়েছে, ২০০৭ সালের অক্টোবর পর্যন্ত খাদ্য সহায়তা কার্ডের ওপর নির্ভরশীল ছিল ২ কোটি ৭০ লাখ মানুষ।
খাদ্য সহায়তা কর্মসূচি কার্ডের আওতায় একজন ব্যক্তি মাসে ২০০ ডলার করে পায়। কার্ডধারী ব্যক্তি ডেবিট কার্ড ব্যবহার করে সুপার মার্কেট অথবা দোকান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার কিনতে পারে।
দুই সদস্যের এক একটি পরিবার মাসে পায় ৩৬৭ ডলার, তিন সদস্য বিশিষ্ট পরিবার পায় ৫২৬ ডলার এবং চার সদস্য বিশিষ্ট পরিবার প্রতি মাসে ৬৬৮ ডলার করে অর্থ সহায়তা পায়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১