ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

রাজা ভুমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে বছরব্যাপী শোক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
রাজা ভুমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে বছরব্যাপী শোক

ঢাকা: রাজা ভূমিবল আদুলায়াদেজের মৃত্যুতে থাইল্যান্ডে এক বছরের জন্য আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

শুক্রবার (১৪ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি আগামী ৩০ দিন দেশটির পতাকা অর্ধনমিত করে রাখা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির শোকার্ত মানুষ কালো পোশাক পরে রাস্তায় জড়ো হচ্ছেন। শোক পালনে সব ধরনের সিনেমা দেখা, কনসার্ট এবং খেলার ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর শোক:

ভুমিবলের মৃত্যুতে বিশেষ শোক জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। শোকের প্রতীক কালো দিয়ে সেজেছে সংবাদমাধ্যমগুলোর হোমপেজ। সেখানে পরিবেশিত হচ্ছে রাজাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন। এছাড়া দেশটির টেলিভিশন চ্যালেনগুলোও নানা অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে রাজার মৃত্যুতে শোক জানাচ্ছে।

১৯৪৬ সালে রাজ সিংহাসনে আরোহণ করা ভুমিবল বিশ্বের সবচেয়ে বেশি সময়ের অধিষ্ঠিত রাজা। ৭০ বছর ধরে তিনি রাজার দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডে সবার কাছে শ্রদ্ধাভাজন ভূমিবল দেশটিতে চলমান রাজনৈতিক সংকট সমাধানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশটির রাজধানী ব্যাংককের সিরিরাজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজার মৃত্যু হয়। ৭ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন থাই রাজা ভুমিবল।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।