ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাসার বৃহস্পতি মিশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
নাসার বৃহস্পতি মিশন শুরু

প্যাসাডেনা: সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতির উদ্দেশে যাত্রা করেছে নাসার সৌরশক্তি চালিত মহাকাশ যান জুনো। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে বৃহস্পতির উদ্দেশে যাত্রা করে যানটি।



পাঁচ বছর মেয়াদি এ মিশনে দানব আকৃতির গ্রহটির সৃষ্টি ও বিবর্তন সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলে বিজ্ঞানীদের আশা। এছাড়া গ্যাসের বিশাল আধার হিসেবে পরিচিত বৃহস্পতি সম্পর্কে জানা তথ্য-উপাত্ত আমাদের সৌর জগতের সাথে সাথে অন্যান্য সৌরজগত সম্পর্কে জানতে সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এ কারণেই নাসার প্রশাসনিক কর্মকর্তা চার্লস বোলডেন জুনোর এই উৎক্ষেপণের মধ্য দিয়ে নাসা তার গবেষণার নতুন দিগন্ত উন্মোচণ করল বলে উল্লেখ করেছেন।

মিশন নিয়ন্ত্রক অ্যাটলাস ভি রকেটের পাঠানো তথ্যে জানা গেছে, জুনো সফলভাবে পৃথিবীর বায়ুম-ল ছেড়ে তার বিশাল আকৃতির সৌর প্যানেলগুলি প্রসারিত করেছে এবং শক্তি সরবরাহ শুরু করেছে।

নাসার গভীর মহাকাশ গবেষণায় ব্যবহৃত কোনো মহাশূন্য যানের মধ্যে জুনোর সোলার প্যানেলগুলোই সবচেয়ে বড়।
 
পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত দুরত্ব (৪ লাখ ২ হাজার ৩৩৬ কিলোমিটার) অতিক্রম করতে জুনোর সময় লাগবে একদিনেরও কম। এর পর ২৮০ কোটি কিলোমিটার দুরত্ব পেরিয়ে বৃহস্পতি পৌঁছানোর পর মিশন সম্পূর্ণ করতে সময় লাগবে ৫ বছর।

জুনো বৃহস্পতির দুই মেরু বরাবর কক্ষপথে প্রদক্ষিণ করবে ৩৩ বার। গ্যাসের মেঘে ঢাকা গ্রহটির সৃষ্টি, গঠন, বায়ুম-ল এবং চৌম্বকক্ষেত্র সম্পর্কে জানতে প্রয়োজনী তথ্য সংগ্রহ করতে জুনো আটটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করবে।

চারটি বড় আকৃতির চাঁদ এবং ছোট আরও অনেক চাঁদের সমন্বয়ে বৃহস্পতি অনেকটা ক্ষুদ্র সৌরজগত গঠন করেছে। এর গঠন প্রায় একটি নক্ষত্রের মতো। যদি প্রকৃত ভরের প্রায় ৮০ গুণ ভর থাকত তাহলে গ্রহটি একটি নক্ষত্রে পরিণত হতে পারত।

মিশনে ব্যবহৃত মহাকাশ যানটির নাম জুনো রাখার পেছনের কারণ হিসেবে নাসা জানায়, নামটি নেওয়া হয়েছে গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনী থেকে। দেবতা জুপিটার (বৃহস্পতি) নিজেকে সব সময় মেঘের আড়ালে ঢেকে রাখেন। নিজের কুকীর্তি ঢাকতেই তার এ পর্দা। কিন্তু আপন স্ত্রী দেবী জুনো এই মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে জুপিটারের আসল চরিত্র দেখে ফেলে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।