ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুনের আশঙ্কায় চীনে ২ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
টাইফুনের আশঙ্কায় চীনে ২ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে

বেইজিং: চীনে শক্তিশালী টাইফুন মুইফা আঘাত হানার আশঙ্কায় পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে ২ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ ।

টাইফুন মুইফা আগামী রোববার আঘাত হানার আশঙ্কায় ঝেজিয়াং প্রদেশের উপকূলীয় অঞ্চল থেকে ইতোমধ্যে ২ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।



গত বুধবার রাতে টাইফুন ম্্্্্্ুইফার গতি ঘণ্টায় ১৮২ কিলোমিটার থেকে কমে ১৬২ কিলোমিটারে নেমে আসে।

স্থানীয় কর্মকর্তারা লোকজনকে ঘরে অবস্থান করতে বলেছে। ৭ হাজারেরও বেশি মাছ ধরার নৌকাকে নৌবন্দরে ফিরে আসতে বলা হয়েছে।

ঝড়ো হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ১৬২ কিলোমিটার এবং সাগরে এই ঝড় ৩৬ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ২০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হয়েছে।

প্রাদেশিক আবহাওয়াবিদরা জানান, সাংহাইয়ের কাছে ঝেজিয়াং এবং জিয়াংশু প্রদেশের উপকূলের কাছে ঝড়ো হাওয়ার গতি বাড়তে পারে।

চীনের রাষ্ট্রীয় আবহাওয়া প্রশাসন জানায়, মুইফা উপকূলে আঘাত হেনে উত্তর দিকে সরে যেতে পারে। চীনের জাতীয় সমুদ্র পরিস্থিতি পূর্বাভাস কেন্দ্র সতর্কতার মাত্রা বাড়িয়ে রেড অ্যালার্ট জারি করেছে এবং পূর্ব চীন সাগরে জাহাজ চলাচল করতে নিষেধ করেছে।     

ঝড়টি এরই মধ্যে ফিলিপাইনে আঘাত হেনেছে। ফলে সেখানে বন্যা দেখা গিয়েছে। তাইওয়ান এবং জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঝড় যদি আঘাত হানে তবে এটা চীনে আঘাত হানা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।     

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।