ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিরক্ষা-জ্বালানি খাতে ভারতের সঙ্গে রাশিয়ার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
প্রতিরক্ষা-জ্বালানি খাতে ভারতের সঙ্গে রাশিয়ার চুক্তি

ঢাকা: প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতায় এক হয়েছে ভারত ও রাশিয়া।

শনিবার (১৫ অক্টোবর) দেশ দুটির মধ্যে কয়েকটি চুক্তি সই হয়।

ভারতের সমুদ্র সৈকতের রাজ্য গোয়াতে এসব চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারতকে অন্তত ২০০টি কামোভ, ২২৬টি হেলিকপ্টার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। আরও রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ ফ্রিগেট সরবরাহের বিষয়টিও।

এদিকে, জ্বালানি চুক্তি অনুযায়ী, তামিল নাড়ুর বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ও চতুর্থ পরমাণু চুল্লি নির্মাণ করা হবে। এছাড়া জ্বালানি উন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশকে আগামীতে আরও সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।