ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
জার্মানিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ঢাকা: জার্মানির লুডউইশফেন এলাকার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এতে কোনো নিহতের খবর জানা না গেলেও বেশকয়েকজন আহত এবং নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সোমবার (১৭ অক্টোবর) দেশটির বিএএসএফ রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির পাইপলাইনের ওপর কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।