ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেইর আল জুরে সিরিয়ার ট্যাংক হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১
দেইর আল জুরে সিরিয়ার ট্যাংক হামলা

দেইর আল-জুর: সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্বের সবচেয়ে বড় শহর দেইর আল-জুরে হামলা চালিয়েছে। বিক্ষোভ দমনে সিরিয়ার সেনাবাহিনী অব্যাহতভাবে দমন পীড়ন অভিযান চালাচ্ছে বলে জানায় মানবাধিকার সংগঠনগুলো।



মানবাধিকার কর্মী রামি আবদেল রহমান বলেন, ‘দেইর আল-জওর শহরের বিভিন্ন অংশ দিয়ে বেশ কয়েকটি ট্যাংক এবং সেনাবাহিনীর গাড়ি ঢুকতে দেখা গেছে। ’

এর একদিন আগেই জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নীরিহ জনগণের ওপর থেকে সেনাবহিনী প্রয়োগ বন্ধ করতে হবে। ’

শনিবার এক টেলিফোন বার্তায় বান কি মুন সিরিয়ার ঘটনায় উদ্বেগ গভীর প্রকাশ করেছেন বলে জানান জাতিসংঘ মুখপাত্র।

এর আগে প্রেসিডেন্ট আসাদকে করা জাতিসংঘ মহাসচিবের ফোন গ্রহন করা হয়নি বলেও জানায় জাতিসংঘ মুখপাত্র।

মার্চের মাঝামাঝি শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত সেনাবাহিনীর হাতে ১৬৫০ জন বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।