ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হাসপাতালে আগুন, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ভারতে হাসপাতালে আগুন, নিহত ১৯ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ভুবনেশ্বরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

সবশেষ তথ্যানুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় সাম হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটির দ্বিতীয় তলায় প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়তে শুরু করলে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপদ স্থানে সড়িয়ে ফেলতে কাজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করে দেশটির ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় হতাহতের ঘটনা বেশি হয়েছে।

এদিকে স্থানীয় ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা বিনয় বেহারা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬/আপডেট: ০৯৪৫ ঘণ্টা
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।