ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান

কলম্বো: শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান সারাথ ফনসেকা শুক্রবার একটি কোর্ট মার্শালের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, “কিছুণ আগে জেনারেল সারাথ ফনসেকার সামনে দোষী সাব্যস্ত করে রায় পড়ে শোনানো হয়েছে।



ফনসেকার বিরুদ্ধে অভিযোগ, গত অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব পালনের সময় তিনি বিরোধী দলের একজন সংসদ সদস্যের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলে নিরাপদ স্থান করতে চেয়েছিলেন।

ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, ফনসেকা সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। যদিও তিনি বার বার তা অস্বীকার করে আসছেন। শুক্রবারের রায়ে তাঁর কোনো কারাদণ্ড না হলেও তাঁকে এখনো সামরিক হেফাজতে রাখা হবে।

একটি পৃথক কোর্ট মার্শালে তাঁর বিরুদ্ধে শুনানি চলছে। এখানে রয়েছে দুর্নীতির অভিযোগ। অবৈধভাবে সেনা বাহিনী সদস্য নিযুক্ত করার অভিযোগও আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে, আপিল কোর্ট ও সুপ্রিম কোর্টে তাঁর গ্রেফতারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে কয়েকটি মামলা করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।