ওয়েস্ট অ্যালিস: শেতাঙ্গদের বেধড়ক পিটিয়েছে কৃষ্ণাঙ্গরা। মাত্র মিনিট দুয়েকের গণপিটুনিতে উল্লেখযোগ্য সংখ্যক শেতাঙ্গ আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মার্কিন মুলুকের (যুক্তরাষ্ট্রে) ওয়েস্ট অ্যালিসে এ ঘটনা ঘটে। স্থানীয় এক মেলা থেকে ফেরার পথে ‘৬২০ ডব্লিউটিএমজে’ ও ‘টুডেস টিএমজেফোর’ নামে কৃষ্ণাঙ্গদের দুই গুণ্ডাদল শেতাঙ্গদের ওপর ওই হামলা চালায়।
এ ঘটনাকে বর্ণ বৈষম্য জনিত হামলা বলে মনে করা হচ্ছে।
এতে কতো জন আহত হয়েছে তা বলতে না পারলেও ওয়েস্ট অ্যালিস পুলিশ বলছে, ‘গণপিটুনিতে আহত অনেকের অবস্থাই গুরুতর। ’
উইন্ড লেক কর্মকর্তা নর্ব রোফারস বলেন, ‘দেখা যাচ্ছে তারা বেছে বেছে শেতাঙ্গদের ওপরই হামলা চালিয়েছে। এটা শতভাগ বর্ণ সম্পর্কিত। ’
ইরাক ফেরত সৈনিক এরিক বলেন, ‘তারা আমার গাড়িটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আমি আমার ডান পাশে এক কৃষ্ণাঙ্গ দম্পতিকে দেখতে পেয়েছিলাম। তাদের সঙ্গে তাদের সন্তানরাও ছিল। হঠ্যাৎই তারা আমার গাড়িটিকে গুড়িয়ে দিতে লাগলো। অথচ আমার গাড়ির ঠিক পাশেই তাদের গাড়ি ছিল। আমার গাড়িটিকে ভেঙ্গে দিয়ে তারা দিব্যি তাদের গাড়িতে উঠে চলে গেল। তারা প্রত্যোকের গাড়ির কাচ দিয়ে দেখছিল ভেতরে কারা আছে। আমি নিশ্চিত যারাই শেতাঙ্গ তাদেরকেই ধরে পেটাচ্ছিল তারা। ’
অন্য আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ঘটনা দেখে মনে হচ্ছিল আমি কোনো মুভি দেখছি। মনে হচ্ছিল যেন ঘটনা সামলাতে ন্যাশনাল গার্ডকে আনতে হবে। আমি আমার জীবনেও এমন কাণ্ড দেখিনি। ওটা ছিল বিশাল এক গুন্ডা বাহিনী। মারামরির ঘটনা সর্বোচ্চ দুই মিনিট চলে। ’
রোফারস বলেন, ‘আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে একজন কৃষ্ণাঙ্গ মানুষ রাস্তায় পড়ে আছে। এর মাঝেই একটা গাড়ি এসে রাস্তায় পড়া মানুষটির কাছে এসে থামে। তারপর কিছু বুঝে ওঠার আগেই কোথা থেকে কিছু কৃষ্ণাঙ্গ এসে মারামারি শুরু করে দিল। সঙ্গে সঙ্গেই আমার মাথার পিছন দিয়েও একজন কৃষ্ণাঙ্গ আঘাত করে বসলো। ’
একজন পুলিশ সার্জেন্ট বলেন, ‘আমরা এখনও বলতে পারছি না যে ঠিক কতো জন হতাহত হয়েছেন। তবে কারো কারো আঘাত খুবই খারাপ। স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। ’
এ ঘটনায় এ রিপোর্ট পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১