ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফিকে শুভকামনা জানিয়ে শ্যাভেজের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১
গাদ্দাফিকে শুভকামনা জানিয়ে শ্যাভেজের চিঠি

কারাকাস: লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে শুভকামনা জানিয়ে চিঠি লিখলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। চিঠিতে তিনি গাদ্দাফিকে ‘সশস্ত্র ভাই’ বলেও অভিনন্দিত করেন।



‘আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি মুয়াম্মার। লিবিয়ার জনগণ দীর্ঘজীবি হোক। আমার সশস্ত্র বন্ধু দীর্ঘজীবি হোক। লিবিয়া থাকবে এবং যুদ্ধে জিতবে। ’ এভাবেই ভেনেজুয়েলার জাতীয় টেলিভিশন ভিটিভি-তে গাদ্দাফিকে লেখা চিঠি পাঠ করেন হুগো শ্যাভেজ।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদকে অনুমোদন দেয়নি। যদিও লিবিয়ার বিদ্রোহীরা তাদেরকে লিবিয়ার একমাত্র বৈধ দাবিদার বলে দাবি করছে।

এর আগে শ্যাভেজ বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং সকল আদর্শ বর্হিভূতভাবে লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদ গঠিত হয়েছে। ’

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লিবিয়ায় গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। পরবর্তীতে ন্যাটো বাহিনী এবং পশ্চিমা বাহিনী লিবিয়ায় গাদ্দাফি প্রশাসনের ওপর হামলা চালাতে শুরু করে। যদিও প্রথম দিকে কথা ছিল যে, ন্যাটো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিবিয়াতে অভিযান পরিচালনা করবে। কিন্তু দিনে দিনেই ন্যাটো বাহিনী লিবিয়া অভিযানের সময়সীমা বাড়ায়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।