জেরুজালেম: জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইসরায়েলিদের ব্যাপক বিক্ষোভের পর রোববার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এই প্রতিশ্রুতি ঘোষণার আগে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে সাধারণ মানুষের হতাশা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।
ইসরায়েলে মানুষের জীবনযাত্রার ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় গত শনিবার দিবাগত রাতে ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। এর পর দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা জানিয়েছেন।
মানুষের দাবি বাড়ি ভাড়া কমানো এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় কমানো।
সরকারি বেতারে এক বার্তায় রোববার প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা এই সামাজিক প্রতিবাদ-প্রতিরোধকে উপেক্ষা করতে পারি না। ’
তিনি বলেন, ‘আমরা জানি এ বিষয়ে একটা পরিবর্তন দরকার আর আমরা তা করব। জনগণের দাবির জবাবে নিজেদের কর্তব্য এবং সাড়া দেওয়ার তাগিদ থেকেই আমরা তা করব। ’
চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে জাতীয় সংলাপের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সব দাবি পূরণ নাও করতে পারি তবু সমস্যা সমাধানে সবার মতামত শোনা হবে। ’
নেতানিয়াহু জানান, প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যানুয়েল ট্র্যাখটেনবার্গের নেতৃত্বে একটি বিশেষ কমিশন গঠন করা হচ্ছে। ইসরায়েলের উচ্চ শিক্ষা বিষয়ে গঠিত জাতীয় পরিষদেরও প্রধান ম্যানুয়েল।
সরকারের ওই বিশেষ পরিষদের দায়িত্ব পাওয়ার ব্যাপারে ম্যানুয়েল ট্র্যাখটেনবার্গ জাতীয় বেতারে বলেন, ‘এই মিশনের করণীয় বিষয়ে আমার মিশ্র অনুভূতি কাজ করছে কারণ পরিবর্তন অপরিহার্য। কিন্তু এতে দায়িত্ব ও ঝুঁকি অত্যধিক। ’
তবে জনগণের দাবির বিষয়গুলো খতিয়ে দেখতে আরেকটি কমিটি গঠনের প্রস্তাবও করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়টি জনগণের হতাশা প্রশমনে কতোটা ভূমিকা রাখতে তা পরিষ্কার নয়।
ইতোমধ্যে তিনি বলেছেন, মানুষের এ প্রতিবাদের বিষয়টি তিনি খুব গুরুত্বের সঙ্গেই নিয়েছেন এবং তিনি সংস্কারের জন্য অবশ্যই কাজ করবেন। কিন্তু সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, জনগণের দাবির মুখে ব্যাপকভিত্তিক সংস্কার আনলে ইসরায়েল অর্থনৈতিক সংকটে পড়বে।
সংসদ সদস্যরা জনগণের দাবি বিবেচনা করেছেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। কিন্তু বিপরীত পক্ষে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা বলছেন, এ ধরনের প্রতিবাদ বিলাসবহুল বাড়ি নির্মাণকেই উৎসাহিত করবে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১