ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বাহিনীর আচরণে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১
সিরিয়ায় সরকারি বাহিনীর আচরণে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

নিউইয়র্ক: সিরিয়ায় বিক্ষোভকারী সাধারণ নাগরিকদের ওপর সরকারি বাহিনীর হামলা শিগগির বন্ধ করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

রোববার বান কি মুন সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

এসয় তিনি বলেন, বিক্ষোভকারীদের গণহারে আটক অবশ্যই বন্ধ করতে হবে।

গত এপ্রিলের পর বান কি মুন ও আসাদের মধ্যে এই প্রথম যোগাযোগ।

বিক্ষোভ দমনে সেনাবাহিনী ও ট্যাঙ্ক ব্যবহার করার কারণে আসাদের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও চাপ বাড়ছে।

এদিকে রোববার ভোরের কিছু আগে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জুরে হামলা চালিয়েছে বলে বিক্ষোভকারীদের একজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন।

লন্ডনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপের কর্মী রামি আবদেল রহমান বার্তা সংস্থা এফপিকে জানান, কমপক্ষে তিনটি অঞ্চল থেকে গোলা নিক্ষেপের খবর পাওয়া গেছে। বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১৬শ ৫০ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে এবং কয়েক হাজার লোককে আটক করা হয়েছে বলে মানবাধিকার কর্মীদের দাবি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি বিদ্রোহীদের ওপর সাঁড়াশি অভিযানের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি জানান,  রোববারের টেলিফোন আলাপচারিতায় বান কি মুন সিরিয়ায় বিক্ষোভকারীদের প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কথা আসাদকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।