সিডনি: অস্ট্রেলিয়ার সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের খাতায় কালো তালিকায় চীনা ও ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি। শনিবারে প্রকাশিত সরকারি গোপন নথি থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য স্বাধীনতা আইন বলে অস্ট্রেলিয়ার সংবাপপত্রগুলো এ খবর প্রকাশ করেছে।
অধিকাংশ চীনা ও ভারতীয় নাগরিকদের অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
মানুষের গতিবিধির ধরনের ওপর ভিত্তি করে ওই কালো তালিকা তৈরি করা হয়ছে। কর্তৃপক্ষ যাদের গভীর পর্যবেক্ষণে রেখেছে তাদের মধ্যে চীনা নাগরিকদের সংখ্যাই বেশি। নিরাপত্তা হুমকির কারণে কালো তালিকাভুক্ত মোট ৩ লাখ ১৪ হাজার ৪৬২ জনের মধ্যে চীনা রয়েছেন ৩৪ হাজার ১৮৯ জন যা কালো তালিকাভুক্ত সংখ্যার ১০ শতাংশ।
গত জুনে প্রকাশিত ওই তথ্যে জানা গেছে, নজরদারির তালিকায় রাখা দ্বিতীয় বৃহত্তম গ্রুপ হচ্ছে ভারতীয়রা। তাদের সংখ্যা ২১ হাজার ৬৪৩ জন। এর পরই রয়েছে নিউজিল্যান্ডের নাগরিকরা তাদের সংখ্যা ১৮ হাজার ৩১৫ জন এবং ইন্দোনেশীয় নাগরিকরা যাদের সংখ্যা ১৬ হাজার ২৭১ জন।
গত মার্চে প্রকাশিত আলাদা একটি উপাত্ত থেকে জানা গেছে, কালো তালিকাভুক্তদের মধ্যে শুধু নিরাপত্তার কারণে কালো তালিকাভুক্ত করা হয়েছে ৪৯ দশমিক ২৪ ভাগ লোককে। ১১ দশমিক ০৮ ভাগ লোককে কালো তালিকাভ্্ুক্ত করা হয়েছে শ্বাসকষ্ট বা যক্ষার মতো স্বাস্থ্য সমস্যার কারণে।
তবে এই সংখ্যাটা ক্রমে কমে আসছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিতদের সংখ্যাও কমছে। যেমন ২০০৯ এর জুন থেকে ওই সংখ্যা ৫৮ দশমিক ২৭ ভাগ কমে এসেছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১