ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সরকারি ১২ কর্মকর্তার চাকরিচ্যুতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
কাশ্মীরে সরকারি ১২ কর্মকর্তার চাকরিচ্যুতি

ঢাকা: রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সরকারি ১২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ভারতের জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্য সরকার। একই অভিযোগে আরও বেশ কিছু কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে পযর্বেক্ষণে রাখা হয়েছে।

রাজ্য সরকারের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

চাকরিচ্যুত হওয়া কর্মকর্তারা কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজস্ব খাত, জনস্বাস্থ্য, প্রকৌশল, খাদ্য ও সরবরাহ বিভাগে কর্মরত ছিলেন।

গত ৮ জুলাই থেকে বিভিন্ন সহিংসতায় ৯০ জন নিহত ও ১২ হাজার মানুষ আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্টার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে খবরে বলা হয়।

অঙ্গরাজ্যটিতে সহিংসতা ও জঙ্গিবাদ কর্মকাণ্ডের অভিযোগে গত ২৬ বছরের এটি দ্বিতীয়বারের মতো সরকারি চাকরিজীবী চাকরিচ্যুতির ঘটনা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।