ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ‘হাইমা’ র আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ফিলিপাইনে ‘হাইমা’ র আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ঢাকা: ফিলিপাইনের উত্তর প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন হাইমা। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে হাইমা’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে দেশটির বেশ কিছু অঞ্চল।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২২৫ কিলোমিটার বেগে ছাগায়ান প্রদেশে আঘাত হানে।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বুধবার হাইমা’র আঘাতে গাছ উপড়ে যাওয়ার পাশাপাশি কিছু সংখ্যক বাড়ি ধ্বংস হয়েছে। তবে এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার কার্যক্রমে কাজ করছে দেশটির উদ্ধার কর্মীরা। সেই সঙ্গে স্থানীয় জনগণকে সতর্ক করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।