ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চোরে না শোনে ধর্মের কাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১
চোরে না শোনে ধর্মের কাহিনী

ডালাস: সাম্প্রতিক এক খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি বাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চুরি হওয়ার কারণে গরমে এক নারী প্রাণ হারিয়েছেন। তবে চোরেরা এখন আর শুধু বাসা বড়িতেই চুরি করে সন্তুষ্ট থাকছেন না।

তাদের নজর এখন পবিত্র গির্জার দিকে।  

রোববার রকওয়ালের চিজোম ব্যাপটিস্ট গির্জার অনুসারীরা এসে দেখতে পান গির্জার ১০টি এসিই গায়েব। পুলিশ জানায়, তামার তারের উচ্চমূল্যের কারণে এসি চুরি হচ্ছে। অন্যান্য চুরির মতোই এটা একটা সাধারণ চুরির বিষয়।

কিন্তু যাজক রকি ওয়েদারফোর্ড এই ঘটনায় খুবই মর্মাহত। তিনি বলেন, গির্জা চুরির শিকার হতে পারে না। কেউ এতো নিচু মনের হতে পারে না যে গির্জা থেকে কিছু চুরি করবে। যাজক নিজেও বুঝতে পারছেন না গির্জায় চুরির ঘটনা কোনো বেড়েই চলেছে।

উত্তর টেক্সাসের অন্য গির্জাগুলোও অপরাধীরা টার্গেট করেছে। কিন্তু এই চুরি হওয়ার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি যেসব অনুসারী গির্জায় নিয়মিত আসা-যাওয়া করেন বিষয়টি তাদের জন্যও খুবই অস্বস্তিকর।  

যাজক ওয়েদারর্ফোড আশা করছেন, এসিগুলো রোববারের মধ্যেই পুনস্থাপিত হবে। এতে অবশ্য বীমা কোম্পানিগুলোর ২৪ হাজার ডলার ক্ষতি গুনতে হবে। তবে ওয়েদারফোর্ডের ধারণা, ভবিষ্যৎ চুরি প্রতিরোধের জন্য তাদের আরও বেশি অর্থ খরচ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।