নয়াদিল্লি: ভারতে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের পর সেরে উঠছেন। কিন্তু তার অনুপস্থিতিতে আসন্ন স্বাধীনতা দিবসেকে সামনে রেখে উভয় সংকটে পড়েছে কংগ্রেস।
আর মাত্র সপ্তাহ খানেক পর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। নেত্রীর অনুপস্থিতিতে স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় কে ভারতের পতাকা উড়াবেন এই নিয়ে দোটানায় পড়েছে কংগ্রেস।
দলীয় নেতারা আরও উদ্বিগ্ন এ কারণে যে, সোনিয়া গান্ধীর অসুস্থতা যদি দীর্ঘ মেয়াদী হয় কিংবা যদি তিনি আর নাই সেরে ওঠেন তাহলে কে নেবে দলীয় প্রধানের দায়িত্ব?
নির্ভরশীল সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, সোনিয়াপুত্র কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, যিনি মায়ের সঙ্গে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন, শিগগিরই দেশে ফিরবেন।
কিন্তু রাহুল স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লির লাল কেল্লায় পতাকা উড়াবেন কি না তা স্পষ্ট নয়। এমনকি গান্ধী পরিবার গত মঙ্গলবার নিউইয়র্ক গেছেন কংগ্রেসের খুব কমসংখ্যক নেতাই বিষয়টি জানতেন।
গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর সোনিয়াকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ২৪ ঘণ্টা রাখা হয়। শনিবার সকালে তাকে আইসিইউ থেকে বাইরে নেওয়া হয়।
নেত্রীর অসুস্থতার পর দলের মধ্যে বিষাদের ছায়া পড়েছে। তার অনুপস্থিতিতে নেতৃত্বশূন্যতার বিষয়টি মোকাবেলায় দলের একাংশ মনে করছেন, সোনিয়ার অসুস্থতার বিষয়ে দলের পক্ষ থেকে একটি বিস্তারিত বিবৃতি দেওয়া উচিত।
কিন্তু গান্ধী পরিবার সোনিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত জানানোর বিপক্ষে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস এক প্রকার সিদ্ধান্তহীনতায় ভুগছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, আগস্ট০৭, ২০১১