ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইন্টারনেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
যুক্তরাষ্ট্রে ইন্টারনেট হামলা

ঢাকা: যুক্তরাষ্ট্র ইন্টারনেট হামলার শিকার হয়েছে। এতে দেশটির প্রধান ওয়েবসাইটগুলোতে ঢুকতে পাচ্ছেন না ব্যবহারকারীরা।

কে বা কারা এই ইন্টারনেট হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

শুক্রবার (২১ অক্টোবর) দিনগত মধ্যরাতে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে এটিকে অভিনব হামলা হিসেবে মনে করা হচ্ছে।

খবরে বলা হয়, শুক্রবার সকালে দেশটির পূর্ব উপকূলে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটগুলো পারেননি। পর্যায়ে একই সমস্যা সারা দেশে ছড়িয়ে পড়ে।

দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, টুইটার, নেটফিক্স, স্পটিফাই, এয়ারবিএনবি, রেডডিট, এটসি, সাউন্ডক্লাউড এবং দি নিউইয়র্ক টাইমসের (Twitter, Netflix, Spotify, Airbnb, Reddit, Etsy, SoundCloud and The New York Times) মতো প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা দেখা দিচ্ছে।

দেশটির ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট অ্যাটক বা সাইবার অ্যাটাকের বিষয়টি স্বীকার করেছে। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬/ আপডেট: ০৪৪৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।