ফুকুশিমা: জাপান সফর করছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সম্প্রতি জাপানে ঘটে যাওয়া ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের পর উপদ্রুত এলাকা দেখতে এবং দুর্ঘটনা পীড়িত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে বান কি মুন জাপান সফর করছেন বলে জানিয়েছেন জাতিসংঘ কর্তৃপক্ষ।
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে দুর্ঘটনা পরবর্তী সময়ে বিশ্বনেতৃবৃন্দের মধ্যে এই প্রথম কোনো কর্তাব্যাক্তি সফর করছেন।
জেলা গর্ভনর ইউহি সাতোকে বান কি মুন বলেন, ‘আমি এখানে এসেছি আমার সংহতি এবং সহমর্মিতা জানাতে। জতিসংঘের পক্ষ থেকে ফুকুশিমার সরকার এবং আক্রান্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি আমি। ’
‘বিশেষত ফুকুশিমার পরমাণু কেন্দ্রের দুর্ঘটনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। জনগণের জীবনের ব্যাপারে আমাদের আরও সতর্ক হওয়া উচিত বলেও এসময় তিনি বলেন। ’
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১