ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ালেন দালাইলামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১
রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ালেন দালাইলামা

ধর্মশালা: তিব্বতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক পদ থেকে সরে দাড়ালেন ধর্মগুরু দালাইলামা। দালাইলামার স্থানে স্থলাভিষিক্ত হলেন ৪৩ বছর বয়সী লোবসাঙ সাঙ্গে।



দালাইলামা এখন থেকে শুধু আধ্যাত্বিক ধর্মগুরু হিসেবেই দায়িত্ব পালন করবেন। এতোদিন তিনি একই সঙ্গে ধর্মগুরু এবং রাজনৈতিক প্রধানের দায়িত্বও পালন করতেন।

ঐতিহাসিকভাবেই এ যাবৎকাল পর্যন্ত তিব্বতের রাজনীতি নিয়ন্ত্রন করতেন ধর্মগুরু। কিন্তু এখন থেকে আর তা হচ্ছেনা। তবে নতুন নেতা লোবসঙ দালাইলামার রেখে যাওয়া কাজ সুষ্ঠুভাবেই পালন করবেন বলে মনে করছেন অনেকে।
 
৭৬ বছর বয়সী ধর্মগুরু দালাইলামা এতোদিন দলের কর্মপন্থাসহ প্রধান সিদ্ধান্ত সমূহ নিতেন। দালাইলামার সিদ্ধান্তকে চীন সরকারের জন্য উদ্বেগ জনক বলেও মনে করা হতো এতোদিন। কিন্তু নতুন এই নেতা তার পূর্বগামীর তুলনায় অতটা অভিজ্ঞ নয়। তাই বলা হচ্ছে, সামনের চ্যালেঞ্জ মোকাবেলা তার জন্য কষ্টসাধ্য হয়ে যেতে পারে।
    
বিশ্বব্যাপী দালাইলামার একপ্রকার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু সে তুলনায় নতুন এই নেতাকে বিশাল পরিসরের হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউই তেমন একটা চেনেন না।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।