ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্মিদশা থেকে ৪ বছর পর মুক্তি পেলেন ২৬ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জিম্মিদশা থেকে ৪ বছর পর মুক্তি পেলেন ২৬ জন

ঢাকা: চার বছরের বেশি সময় ধরে জিম্মিদশায় থাকার পর এশিয়ার ২৬ জন নাবিককে মুক্তি দিয়েছে সোমালিয়ার জলদস্যু বাহিনী। মুক্তিপণের অর্থ পরিশোধের পরই তাদের মুক্ত করে দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়ার পর তারা রোববার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পৌঁছেছেন।

সোমবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মুক্তি পাওয়া নাবিকরা চীন, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। ২০১২ সালের মার্চ মাসে আফ্রিকার জলসীমা সিসিলি এলাকার কাছে ‘এফভি নাহাম-৩’ জাহাজে হামলা চালিয়ে সোমালিয়া জলদস্যু বাহিনী তাদের অপহরণের পর জিম্মি করে।

১ দশমিক ৫ লাখ মিলিয়ন ডলার মুক্তিপণ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় একটি সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।