আবু ধাবি: রমজান মাসে দুবাইয়ে সবচেয়ে উঁচু তলার বাসিন্দাদের রোজা ভাঙতে হবে নিচু তলার বাসিন্দাদের পরে। দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উচুঁ অট্টালিকা বুর্জ খলিফার বাসিন্দাদের এমন নির্দেশ দিয়েছে সরকার।
দুবাইয়ের শীর্ষ এক ধর্মীয় নেতা বলেন, ‘যারা বুর্জ খলিফা টাওয়ারের উঁচু তলায় থাকেন তাদের পরে রোজা ভাঙতে হবে। কারণ উঁচু তলার বাসিন্দারা সূর্যাস্ত দেখেন নিচু তলার বাসিন্দারা সূর্যাস্ত দেখার কয়েক মিনিট পরে। ’
মোহাম্মদ আল-কুবাইসি বলেন, ‘৮০ তলার উপরের বাসিন্দদের ইফতার করার জন্য দুই মিনিট অপেক্ষা করতে হবে। আর যারা ১৫০ তলার উপরে থাকেন তাদের ইফতার করার জন্য অপেক্ষা করতে হবে তিন মিনিট।
বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা। ২০১০ সালে এর নির্মাণকাজ শেষ হয়। উচ্চতায় এটি ৮২৮ মিটার এবং ১৬৩ তলা।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১