ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
চীনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানজি প্রদেশের জিনমিন শহরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ১৪৭ জন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়। এর আগে স্থানীয় সময় সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে স্থানীয় একটি হাসপাতালও রয়েছে। আহতদের ১১ জন ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সংরক্ষিত বিস্ফোরক জাতীয় পর্দাথ বিস্ফোরণের কারণ। এ ঘটনায় ভবনের মালিককে আটক করা হয়েছে।  

এর আগে গত বছর দেশটির উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে একটি রাসায়নিক কারখানার গুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।