ঢাকা: বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫।
তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা ২১মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
ইউরোপীয়-ভুমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির ম্যান্ডালি থেকে ১৯৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১১০.১ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএইচএস