ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে সরকারি অফিসে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
নেপালে সরকারি অফিসে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৬

ঢাকা: নেপালের মাকওয়ানাপুরে সরকারি ভূমি জরিপ অফিসে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬জন আহত হয়েছেন।  

স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বিকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ক্ষতিগ্রস্ত ভবনটির একটি কক্ষে আগুন লাগে।  

বামদেভ গৌতম নামে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে থাকা বেশকয়েকজন দগ্ধ এবং আহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।