ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মদের বার বন্ধে আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পাকিস্তানে মদের বার বন্ধে আদালতের নির্দেশ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সিন্ধু প্রদেশে সবরকম মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিন্ধ হাইকোর্টের এক রায়ে এই ঘোষণা দেওয়া হয়।

দুটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিলেন।

প্রদেশের থাসা জেলার ইরফান আলী রিট পিটিশন দায়ের করেন। যাতে তিনি কারণ হিসেবে উল্লেখ করেন, স্কুলের পাশে মদ বিক্রি হচ্ছে আর মুসলিম অধ্যুষিত এলাকা সেখান থেকে ৫০ মাইলের মধ্যেই।

উল্লেখ্য, দেশটির দক্ষিণাঞ্চলের এই প্রদেশে বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে মদ তৈরি হয়ে আসছে। যা পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময় এই মদ পানে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।