ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমার উপকূলে ‘অজ্ঞাত’ প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
মায়ানমার উপকূলে ‘অজ্ঞাত’ প্লেন বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ানমারের বেসামরিক বিমান পরিবহন অধিদফতর জানিয়েছে, তাদের সমুদ্রোপকূলে একটি ‘অজ্ঞাত’ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে খবর ছড়িয়েছে। বিষয়টি জেনেই তারা সাগরে তল্লাশি শুরু করেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) অধিদফতরের জ্যেষ্ঠ কর্মকর্তার তিন মুয়াং নি’র বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তিন মুয়াং নি সংবাদমাধ্যমকে বলেন, একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি আমরা। তবে সেটি যে আমাদের দেশের কোনো এয়ারলাইন্সের এয়ারক্রাফট নয় তা নিশ্চিত করতে পারি।

তিনি বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি আঞ্চলিক একটি সূত্রে। এই ঘটনা সম্ভবত সকালের দিকে ঘটেছে। তবে মায়ানমারের আকাশসীমা ব্যবহারকারী কোনো এয়ারলাইন্স এখন পর্যন্ত তাদের উড়োজাহাজ নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু বলেনি বিধায় এটি আসলে কাদের উড়োজাহাজ তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
 
স্থানীয় সময় বিকেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন অধিদফতরের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।