ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

শিকাগোতে আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
শিকাগোতে আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন, আহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: শিকাগোর ও’হার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ৩৮৩ নম্বর ফ্লাইটটি ১৬১ জন যাত্রী ও নয়জন ক্রুসহ মিয়ামির দিকে যাচ্ছিলো। কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে এটিতে আগুন ধরে যায়। এসময় বিমানবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ৯০ সেকেন্ডেরও কম সময়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।  

এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে উড্ডয়নের সময় প্লেনটির চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬’
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।