ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখাটার স্কেলে এ ভূমকম্পনের তীব্রতা ছিলো ৫ দশমিক ৪।
আন্তর্জাতিক সময় মান রোববার (৩০ অক্টোবর) দিনগত রাত ১২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২০ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির গ্রানাডা শহর থেকে ৮২ কিলোমিটার পশ্চিমে এবং নেইভা শহর থেকে ১০৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হনে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএইচ/টিআই