ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে প্রথম জিকা রোগী ‘শনাক্ত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ভিয়েতনামে প্রথম জিকা রোগী ‘শনাক্ত’

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে জিকা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে।  

অস্বাভাবিক মস্তিষ্ক নিয়ে চার মাস বয়সী শিশুটি কেন্দ্রীয় ভিয়েতনামে জন্মগ্রহণ করে।

শিশুটি গর্ভাবস্থায় মশাবাহিত ওই রোগো আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন মা নিজেই।

দেশটির হেলথ’স জেনারেল ডিপার্টমেন্ট অব প্রিভেনটিভ মেডিসিন তাদের ওয়েবসাইটে জানায়, ঘটনাটির সঙ্গে জিকার সম্পৃক্ততার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যা ভিয়েতনামে প্রথম।

বিষয়টি নিশ্চিত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডের পর ভিয়েতনাম হবে এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হওয়া দ্বিতীয় দেশ।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।