মরনি: ভারত মহাসাগরের কমরো উপদ্বীপে নৌকা ডুবিতে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
একজন উদ্ধারকারী কর্মকর্তা মৃতের সংখ্যা ৩০ দাবি করলেও দেশটির সরকারি কৌঁসুলি দাবি করেছেন ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কমোরে নৌ দুর্ঘটনা খুবই সাধারণ বিষয় এবং দেশটিতে নৌকায় উপচে পড়া ভীড় থাকে।
কমরোতে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে নৌকা খুবই প্রচলিত পরিবহন। প্রায়ই কমরো দ্বীপ থেকে নৌকায় করে অভিবাসীদের পাশ্ববর্তী দ্বীপ মেয়োটিতে পাঠানো হয়। মেয়োটি আগে ফ্রান্সের অধীনে ছিল এবং অর্থনৈতিকভাবে বেশ স্বচ্ছল।
সরকারি কৌঁসুলি সোয়লি মাহমুদ এবং রেডক্রিসেন্টের উদ্ধার সমন্বয়ক আরফাচাদ সালিম বার্তা সংস্থাগুলোকে জানান, সোমবার ডুবে যাওয়ার সময় নৌকাটিতে প্রায় একশ জন যাত্রী ছিল। আরেক জন উদ্ধারকারী কর্মকর্তা জানান, ৫০ জন প্রাণে বেঁচে গেছেন। মাহমুদ আরো বলেন, ইঞ্জিন বিকল হয়ে গেলে নৌকাটি ডুবে যায়।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১