ঢাকা: কারাগারের ভেতরের সিসি ক্যামেরা কার্যকর না থাকায় কয়েদিরা পালাতে সক্ষম হয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
সোমবার (৩১ অক্টোবর) ভোরে ভারতের মধ্য প্রদেশের ভোপাল শহরের একটি কারাগারের নিরাপত্তারক্ষীকে হত্যা করে দেয়াল টপকে পালিয়ে যায় আট কয়েদি।
ঘটনার তদন্ত করছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ও ইন্টেলিজেন্স ব্যুরো।
এদিকে, আলোচিত ওই ঘটনার পর পাঁচ কর্মকর্তাকে সরিয়ে নতুন দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন। তবে সিসি ক্যামেরার অকার্যকারিতার বিষয়ে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ওইদিন আনুমানিক রাত ২টার দিকে কারাগারের এক নিরাপত্তারক্ষীর গলা কেটে হত্যা করে কয়েদিরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া কয়েদিরা একটি উগ্র ধর্মীয় গোষ্ঠীর কর্মী।
গত বছর দিল্লির তিহার কারাগারের দেয়ালের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেডএস