ওয়াজিরিস্তান: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকা ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ২১ জন বেসামরিক নিহত হয়েছেন।
বুধবার সকালে আফগান সীমান্তবর্তী মিরামশাহ এলাকায় মার্কিন চালকবিহীন বিমান এ হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ‘ডন’।
উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ এলাকায় চালকবিহীন বিমান থেকে দুটি মিসাইল ছোড়া হয়। একটি মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায় একটি গাড়ি এবং অপর এক মিসাইলের আঘাতে একটি বাড়ির সামনের অংশ ধ্বংস হয়ে যায়।
পাকিস্তানের জনগণের কাছে মার্কিনীদের এই চালকবিহীন বিমান হামলা কখনোই গ্রহনযোগ্যতা পায়নি। এই হামলাকে পাকিস্তান নামের সার্বভৌম দেশে ভিনদেশের সেনাবহিনীর আগ্রাসন হিসেবেই ধরা হয়।
যদিও পাকিস্তান কর্তৃপক্ষ বরাবরই যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিবাদ করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে বারবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হামলা চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১