ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দাঙ্গায় বার্মিংহ্যামে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১
দাঙ্গায় বার্মিংহ্যামে ৩ জন নিহত

লন্ডন: লন্ডনের বার্মিংহ্যামে চলমান দাঙ্গা-সহিংসতার জেরে তিনজন মানুষ নিহত হয়েছেন। বুধবার নিজ কমিউনিটির সদস্যকে বাঁচাতে গিয়ে দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে বামিংহ্যাম পুলিশ কর্তৃপক্ষ।



স্থানীয় সময় ১টার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। বার্মিংহ্যাম যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর।

প্যারামেডিকরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ঘটনাস্থলে প্রায় ৮০ জন মানুষ ছিল। গাড়ির ধাক্কায় দুইজন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মৃত একজন মাত্র মসজিদ থেকে বের হয়েছিলেন। তিনি নিজ প্রতিবেশিকে দাঙ্গাকারীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তখনই একটি গাড়ি এসে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় বার্মিংহ্যামের এশিয়ান কমিউনিটির প্রায় ২০০ জন মানুষ হাসপাতালের বাইরে এসে জড়ো হয়। বার্মিংহ্যাম পুলিশ এব্যপারে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।