ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়া-দ. কোরিয়া পাল্টাপাল্টি গোলা বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১
উ. কোরিয়া-দ. কোরিয়া পাল্টাপাল্টি গোলা বর্ষণ

সিউল: দক্ষিণ কোরিয়ার সেনারা বুধবার উত্তর কোরিয়াকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে। বিরোধপূর্ণ সমুদ্রসীমা থেকে উত্তর কোরিয়া প্রথমে ভারী গোলা বর্ষণ করলে তার জবাবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে গোলা ছোড়া হয়।



দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সীমান্তে উত্তর কোরিয়ার দিক থেকে কয়েক দফা গোলা ইয়েনপাইয়োং দ্বীপে এসে পড়ে। তবে এটা পরিষ্কার নয় সীমান্তের কোন অংশ থেকে এটি এসেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টিভি জানায়, পীত সাগরের সীমা নিয়ে বিরোধের জেরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ হামলা উস্কানিমূলক।

গত নভেম্বরে উত্তর কোরিয়া ইয়েনপাইয়োং দ্বীপে গোলা বর্ষণ করলে চার জন মানুষ নিহত হয়। ঠিক এর কয়েক মাস আগে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধ জাহাজ টর্পেডো মেরে ডুবিয়ে দেয়।


বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।