ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ইরাকে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে নিহত ১৮

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলের একটি এলাকায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা সবাই গাড়িবহরে করে হাউইজা শহর থেকে আল আলম শহরের দিকে যাচ্ছিলেন।

নিমা আল জাবৌরি নামে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ১৭জন বেসামরিক লোকজন এবং একজন স্থানীয় পুলিশ সদস্য।  

হাউইজা শহরটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত মসুল শহর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।