ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে ওকলাহোমায় ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ভূমিকম্পে ওকলাহোমায় ক্ষয়ক্ষতি

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য ওকলাহোমায় আঘাত হানা ভূমিকম্পে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে কোনো ধরনের প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার (০৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক এর মাত্রা ৫.৩ জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৫ মাত্রার বলা হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, ভূমিকম্পের ফলে ওকলাহোমার সিটি হলের কাঁচে ফাটল ধরেছে। সিমারন টাওয়ারের সামনের কিছু অংশ ভেঙে পড়েছে। ফায়ার ডিপার্টমেন্ট থেকে বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর শহরের বিভিন্ন এলাকার ব্রিজের অবস্থা পর্যবেক্ষণে ওকলাহোমা ট্রান্সপোর্টেশন ইন্সপেকশন বিভাগ কাজ শুরু করেছে। ভূমিকম্পের কারণে সোমবার (০৭ নভেম্বর) স্কুল বাতিল করা হয়েছে।

ইউএসজিএস জানায়, গত সপ্তাহে রাজ্যটিতে অন্তত ১৯টি ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে ৪.৫ মাত্রারও ছিল।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬/আপডেট: ১০৩৬ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।