ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।
সোমবার (০৭ নভেম্বর) ভোটের একদিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজের নির্বাচন পূর্ব জরিপে এ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।
জরিপ অনুসারে, হিলারি পেয়েছেন ৪৮ শতাংশ ভোটারের সমর্থন আর ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪৪ শতাংশ আমেরিকান।
লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রার্থীর সমর্থন রয়েছে ৩ শতাংশ, যেখানে গ্রিন পার্টি অব দ্য ইউনাইটেড স্টেটস সমর্থিত প্রার্থী পেয়েছেন ২ শতাংশ মানুষের সমর্থন।
গত শুক্রবার অর্থাৎ ৪ নভেম্বর এ জরিপ প্রকাশ করে ফক্স নিউজ।
ওই প্রতিবেদনে বলা হয়, নারী, কৃষ্ণাঙ্গ, হিস্পানিয়ান ও তরুণ ভোটারদের সমর্থনই হিলারির বিপদ সামলানোর অন্যতম হাতিয়ার।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএ/