পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত সাত জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। পেশোয়ার পুলিশ কর্তৃপক্ষ এ বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার লাহোরি গেট এলাকায় একটি পুলিশের গাড়ির কাছে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। বোমাটি ছিল দূর নিয়ন্ত্রিত। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন পুলিশসহ ১২ বছর বয়সী একজন শিশু মারা যায়।
এর কিছুক্ষণ পরেই প্রথম বোমা বিস্ফোরণস্থল থেকে ৪০০ মিটার দূরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণে হামলাকারীসহ আরেকজন নারী মারা যায়।
আত্মঘাতী বোমাহামলাকারী একজন নারী ছিলেন বলে জানায় পেশোয়ার পুলিশ।
গত মে মাসে সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের পর থেকেই পাকিস্তানে জঙ্গী হামলা বেড়ে যায়। সেই হামলার রেম ধরেই একে একে নৌঘাটি, সরকারী ভবন, পুলিশ স্টেশন, মার্কিন যানবাহন সমূহ জঙ্গী হামলার শিকার হচ্ছে।
‘প্রথম বোমাটি রাস্তার পাশে পুঁতে রাখা ছিল। যখনই পুলিশের গাড়িটি বোমাটির কাছাকাছি আসে তখনই বোমাটি বিস্ফারিত হয় বলে জানায় পুলিশ কর্মকর্তা ইজাজ খান। ’
তিনি আরও জানান, ‘গাড়িটিতে দুই ডজন পুলিশ সদস্য ছিল। কোতোয়ালি পুলিশ স্টেশন থেকে তারা পুলিশ লাইনসে আসছিল। এসময়ই হামলার শিকার হয় গাড়িটি। ’
আত্মঘাতী হামলাকারীর বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। আত্মঘাতী হামলায় অপর এক যে নারী মারা যায় তার বয়স ছিল ৫০ বছর।
‘আত্মঘাতী বোমাহামলাকারী ঠিকমতো বোমাটি ফাটাতে পারেনি। ঠিকমতো বোমাটি ফাটলে আরও মানুষ মারা যেতে পারতো বলেও জানায় ইজাজ খান। ’
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১