ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ন্যাটো হামলায় ৩৩ শিশুসহ ৮৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১
লিবিয়ায় ন্যাটো হামলায় ৩৩ শিশুসহ ৮৫ জন নিহত

ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে ন্যাটোর বিমান হামলায় ৮৫ জন নিহত। নিহতদের মধ্যে কয়েক ডজন নারী এবং শিশু রয়েছে বলে দাবি লিবিয়া কর্তৃপক্ষের।



মুয়াম্মার গাদ্দাফি প্রশাসনের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, ‘বুধবার রাজধানী ত্রিপোলির ১৫০ কিলোমিটার পূর্বের গ্রাম মাজারে ন্যাটো মিসাইল হামলা চালায়। এই বোমা হামলায় ওই গ্রামের বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে। ’

তিনি আরও বলেন, ‘ন্যাটোর বিমান হামলায় ৩৩ জন শিশু, ৩২ জন নারী এবং ২০ জন পুরুষ মারা গেছে। ’

যদিও ন্যাটো এই দাবি প্রত্যাখ্যান করেছে। উল্টো তারা দাবি করছে যে, তারা গাদ্দাফি বাহিনীর ঘাটিতে হামলা চালিয়েছে এবং গাদ্দাফি বাহিনী নীরিহ জনগণের ওপর হামলা চালাচ্ছে।

মুখপাত্র আরও জানায়, ‘এটা একটা জঘণ্য অপরাধ। এই অঞ্চলটিতে বেসামরিক নাগরিকেরা বাস করে। এখানে কোনো সামরিক স্থাপনা বা সামরিক ব্যক্তিবর্গ থাকেন না। ’

একটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে, ‘জিøতানের হাসপাতালে অন্তত ২০ জনের মৃতদেহ দেখা গেছে। এদের মধ্যে নারী-শিশু উভয়েই ছিল। ’

জিøতান মেডিক্যাল কলেজের ছাত্র আবদুল কাদের হাওয়ালি বলেন, ‘ন্যাটো বিমান সৈনিক এবং বেসামরিক লোকজনের মধ্যে পার্থক্য করেনা। তারা নির্বিচারে নারী-শিশু-বৃদ্ধ সবাইকেই হত্যা করছে। ’
 
কিন্তু ন্যাটো সেনাবাহিনী মুখপাত্র কর্ণেল রোলান্ড ল্যাভয়  বলেন, ‘ন্যাটোর বিমান গাদ্দাফি প্রশাসনের বিভিন্ন স্থাপনার ওপর হামলা চালাচ্ছে। ন্যাটোর বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে এমন কোনো তথ্য প্রমান আমাদের হাতে নেই। ’

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।