ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র সরকারের ওপর আস্থা হারিয়েছে দেশটির ৭৫ শতাংশ নাগরিক। দেশের অর্থনৈতিক সংকট নিরসনে সরকার কোনও ভূমিকা পালন করতে পারবে না বলেও ওই ৭৫ শতাংশ নাগরিক মনে করছেন।
ওয়াশিংটন পোস্টের করা এক জরিপে এ চিত্রই ফুটে উঠেছে। বুধবার গণমাধ্যমটির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
দেশটিতে চলমান অথনৈতিক অস্থিরতাই এই অবস্থার সৃষ্টি করছে বলে ধারনা করা হচ্ছে।
২০১০ সালের অক্টোবর মাসে করা জরিপের তুলনায় ২১ শতাংশ আস্থা কমে গেছে বলেও ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
অর্থনৈতিক মন্দা, শেয়ার বাজারে অস্থিতিশীল অবস্থা এবং ক্রেডিট রেটিং কমে যাওয়া সবকিছুই যুক্তরাষ্ট্রের জনগণের ওপর প্রভাব ফেলেছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১