ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৪  ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখার হিমালয় অঞ্চলে ফের দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ভারতীয় সৈন্যসহ চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। 

ঢাকা: ভারত-পাকিস্তানের কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখার হিমালয় অঞ্চলে ফের দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ভারতীয় সৈন্যসহ চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।  

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসক চৌধুরী মুহাম্মদ আলতাফ দাবি করেন, পাকিস্তান সীমান্তের ভেতরে একটি গ্রামকে লক্ষ্য করে ভারতীয় সৈন্যরা শেল ও মর্টার নিক্ষেপ করে।  

‘এরমধ্যে একটি শেল সীমান্তের ওই গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এতে এক নারী ও তার মেয়ে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। ’ 

তিনি বলেন, এ ঘটনায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নিতিন জোশি বলেন, পাকিস্তানি সৈন্যদের গুলিতে আমাদের এক সৈন্য নিহত হয়েছেন।  

এর আগে গত সোমবার (৭ নভেম্বর) একই এলাকায় গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন।  

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।