ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জরুরি ভাষণে মোদী যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
জরুরি ভাষণে মোদী যা বললেন ছবি: সংগৃহীত

ব্ল্যাকমানির (কালোমুদ্রা) শেকড় উপড়ে ফেলতে মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেওয়া বিশেষ ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ঢাকা: ব্ল্যাকমানির (কালোমুদ্রা) শেকড় উপড়ে ফেলতে মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেওয়া বিশেষ ভাষণে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর দেওয়া ভাষণে মোদী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাংলানিউজের পাঠকদের জানিয়ে দেওয়া হচ্ছে সে ভাষণের চুম্বকাংশ।

**আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। ২০১৪ সালে আপনারা যখন এই সরকারকে নির্বাচিত করেন, তখন বিশ্ব এই দেশের নড়বড়ে অর্থনীতি নিয়ে কথা বলছিল। এখন ভারত বিশ্ব অর্থনীতির তারকা রাষ্ট্র-এটাই এখন আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক বলছে।  

**‘সবকা সরকার, সবকা বিকাশ’ (সবার সরকার সবার উন্নয়ন) আমাদের লক্ষ্য-উদ্দেশ্য। আমরা দরিদ্রদের ক্ষমতায়নের দিকে নজর দিচ্ছি। অনেক প্রকল্প এ লক্ষ্যে আমরা চালু করেছি। এই সরকার আমাদের কৃষকদের সরকার।

**দুর্নীতি ও ব্ল্যাকমানি (কালোমুদ্রা) রোগ এই দেশে শেকড় গেঁড়েছে। এই দুর্নীতি আর ব্ল্যাকমানিই দেশের সফলতার প্রধান বাধা। আমরা দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, কিন্তু আমরা বৈশ্বিক দুর্নীতিতেও শীর্ষে রয়েছি।

**সন্ত্রাসীরা নিরীহ লোকদের আক্রমণ করে, কিন্তু এই সন্ত্রাসীদের অর্থ যোগায় কে? সীমান্তে আমাদের শত্রুরা ভুয়া মুদ্রা ব্যবহার করে সন্ত্রাসীদের অর্থ যোগায়-এটা বারবার প্রমাণিত হয়েছে।

**আমাদের পদক্ষেপ ব্ল্যাকমানির ব্যবহার বন্ধ করা। কারা বিদেশে অর্থপাচার করছে সেটা একটি বিশেষ তদন্তকারী দল খুঁজে বের করছে। এরইমধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি রুপি ব্ল্যাকমানি জব্দ করা হয়েছে।

**ব্ল্যাকমানির চোখ রাঙানি থামাতে আমাদের আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার।  

**এখন থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট আর চলবে না। মধ্যরাত থেকে এই নোট পরিত্যক্ত কাগজে পরিণত হবে। যাদের কাছে এই নোটগুলো আছে তাদের ৫০ দিন (৩০ ডিসেম্বর পর্যন্ত) সময় বেঁধে দেওয়া হচ্ছে, যেন তারা এসব ব্যাংক ও পোস্ট অফিস থেকে বদল করে নেয় (ছোট নোটের সঙ্গে)। আর বুধবার (৯ নভেম্বর) এবং কিছু এলাকায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) এটিএম বুথ বন্ধ থাকবে।

**জনগণের স্বার্থে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত (১১ নভেম্বর মধ্যরাত) সরকারি হাসপাতাল ও রেলওয়েতে ৫০০ ও ১০০০ নোটের রুপি লেনদেন করা যাবে।  পেট্রোল পাম্প ও অন্যান্য রিটেইল আউটলেটগুলোকেও ১১ নভেম্বর পর্যন্ত এ দু’টি নোট গ্রহণ করতে হবে।

**অন্য যেকোনো মুদ্রার লেনদেন, চেক, ডিডি, ক্রেডিট ও ডেবিট ‍কার্ড লেনদেনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই।

**নতুন করে ৫০০ ও ২০০০ রুপির নোট বাজারে ছাড়া হবে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এই মুদ্রাগুলো সীমিতসংখ্যক বাজারে ছাড়বে।

**নোট বাতিল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনাদের অর্থ আপনাদেরই থাকবে। এই পদক্ষেপ দেশের স্বার্থেই নেওয়া হয়েছে, ব্ল্যাকমানি রুখতেই নেওয়া হয়েছে। সাধারণ জনগণের এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এইচএ/

আরও পড়ুন
** ভারতে বাতিল ৫০০ ও ১০০০ রুপির নোট​
** নতুন ৫০০ ও ২০০০ রুপির নোট ছাড়ছে ভারত​
** সরকার দরিদ্রদের জন্য নিবেদিত: মোদী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।